thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

২০১৪ ফেব্রুয়ারি ১৪ ১৪:৫৮:০৮
সাপ্তাহিক গেইনারের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। লেনদেন হওয়া ৫ কার্যদিবস শেষে ১৫.৮৯ শতাংশ দর বাড়ায় এ স্থান দখল করে কোম্পানিটি।

বাংলাদেশ সাবমেরিনের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী আয় অর্ধেকে নেমে এসেছে। কিন্তু তারপরও গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এ কোম্পানির। অর্ধবার্ষিক (জুলাই থেকে ডিসেম্বর) প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ৩.২৮ টাকা।

বৃস্পতিবার লেনদেন শেষে এ কোম্পানির শেয়ার দর ২ টাকা কমে ২১৬.৬ টাকায় অবস্থান করছে।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে কোম্পানিটির মোট ১৪৪ কোটি ৮৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ২২ হাজার ৬০০ টাকার।

২০১২ সালে তালিকাভুক্ত হওয়া সাবমেরিন ক্যাবলসের মোট ১৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১০০টি শেয়ারের মধ্যে সরকারের কাছে ৭৩.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২.৪৬ শতাংশ ও বাকি ১৩.৬৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর