thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

সমাবেশ, তাই রাস্তা বন্ধ রাখল পুলিশ!

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ০৪:১৫:৫৬
সমাবেশ, তাই রাস্তা বন্ধ রাখল পুলিশ!

শামীম রিজভী, দ্য রিপোর্ট : নারী নির্যাতনবিরোধী সমাবেশ থাকায় সুপ্রিমকোর্ট সংলগ্ন রাস্তাটি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখে পুলিশ। কয়েকটি সংগঠন সুপ্রিমকোর্টের প্রধান গেটে সমাবেশের আয়োজন করে।

সমাবেশ চলাকালে রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। কেবল একদিকের রাস্তা খোলা থাকায় দুই পাশে যানবাহনের চাপ ছিল। রাস্তায় লেগে থাকে যানজট।

খবর সংগ্রহ করার সময় মানবাধিকারকর্মী খুশি কবির ও পুলিশের একজন সিভিল কর্মকর্তার কথোপকথন লক্ষ্য করেন দ্য রিপোর্টের এ প্রতিবেদক। খুশি কবির ওই কর্মকর্তাকে বলেন, ‘আমরা রাস্তার ওপর সমাবেশ করব তো তাই গাড়িগুলো যদি একদিক দিয়ে যেত তাহলে ভালো হয়।’

উত্তরে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আপনাদের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছি। আপনারা বললেই আমরা রাস্তা বন্ধ করে দেব, যাতে আপনাদের অসুবিধা না হয়।’

এ কথা বলার পরই শাহবাগ থানার এসআই শাহ আলম হাইকোর্ট মোড় থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত সুপ্রিমকোর্টের সামনের রাস্তাটি বন্ধ করে দেন। এর ফলে প্রেস ক্লাব, হাইকোর্ট, রমনাসহ আশপাশের রাস্তায় যানজট লেগে যায়। সমাবেশ শেষ হওয়ার পর যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগে।

এ ব্যপারে জানতে চাইলে পুলিশের কর্তব্যরত ওই কর্মকর্তা উপর মহলের কথা বলে বিষয়টি এড়িয়ে যান।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম দ্য রিপোর্টকে বলেন, ‘এ ব্যপারে আমি কিছু বলতে পারি না। ট্রাফিক ডিভিশনে যোগাযোগ করুন।’

ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশ উপ-কমিশনার খান মো. রেজোয়ান দ্য রিপোর্টকে বলেন, ‘আজ (শুক্রবার) ছুটির দিন ছিল, বইমেলার ভিড় ও ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকার বিভিন্ন রাস্তায় যানজট এমনিতেই বেশি ছিল। এ ছাড়া মানবাধিকার কর্মীদের সমাবেশ থাকায় রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।’

(দ্য রিপোর্ট/এসআর/একে/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর