thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

‘কুড়িগ্রাম ছিটমহলের তিন ইউপি নির্বাচনে বাধা নেই’

২০১৬ অক্টোবর ২৫ ১৪:২৫:০৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছিটমহল সংযুক্ত তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে ওই তিন ইউনিয়নের ভোট গ্রহণে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। সঙ্গে ছিলেন আইনজীবী নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

পরে একরামুল হক টুটুল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিটমহল সংলগ্ন তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত চেয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেছিলেন। আজ (মঙ্গলবার) চেম্বার বিচারপতি হাইকোর্টের স্থগিত আদেশ স্থগিত করে ৩০ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এই আদেশের ফলে আপাতত এই তিনটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।

বিলুপ্ত ছিটমহলের দাশিয়ার ছড়া ভেঙ্গে তিনটি ইউনিয়নে অন্তর্ভূক্ত করে নির্বাচন কমিশন ৩১ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। কিন্তু বাংলাদেশ-ভারত সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় আন্দোলনের সভাপতি বাংলাদেশ ইউনিট ও ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক হাইকোর্টে একটি রিট করেন। রিটে দাশিয়ার ছড়াকে বিভক্ত না করে একটি স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার আবেদন করা হয়।

ওই আবেদনের প্রেক্ষিতে গত ১৩ অক্টোবর হাইকোর্ট তিন ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছিলেন।

(দ্য রিপোর্ট/কেআই/এমকে/অক্টোবর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর