thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

২০১৬ ডিসেম্বর ১০ ১৫:৫৫:০৪
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : জেলার পলাশবাড়ীতে সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে লিমন মন্ডল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী উপজেলা শহরের নুনিয়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিমন মন্ডল পলাশবাড়ী উপজেলার মহোদিপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে।

নিহত লিমন মন্ডল পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে পলাশবাড়ী উপজেলার শহরের নুনিয়াগাড়ী এলাকার ভাড়া বাসায় থাকতো।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে নুনিয়াগাড়ী এলাকায় পল্লী বিদ্যুতের তার ঘেষে থাকা একটি সুপারির গাছ কাটছিলেন এক ব্যক্তি। গাছ কাটার সময় লিমনকে গাছটি ধরে ধাক্কা দিতে বলে ওই ব্যক্তি। এসময় লিমন গাছটি ধাক্কা দিতে ধরলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএ/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর