thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

তরুণীকে শ্লীলতাহানি থেকে বাঁচালেন আতিফ

২০১৭ জানুয়ারি ১৬ ১৬:৫৩:৫২
তরুণীকে শ্লীলতাহানি থেকে বাঁচালেন আতিফ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলামের প্রশংসায় ভাসছে দেশটির স্যোসাল মিডিয়া। পাকিস্তানের করাচিতে গত শনিবার এক কনসার্টে পারফর্ম করছিলেন আতিফ আসলাম।

জলসা ঘর-২/সঙ্গীত/ছবি বড় করে যাবে

অনুষ্ঠান চলাকালে কনসার্টে আসা এক তরুণীর শ্লীলতাহানীর চেষ্টা করে কয়েকজন বখাটে। সবাই যখন কনসার্টে মাতোয়ারা তখন হঠাৎ কনসার্ট থামিয়ে দিয়ে সেই বখাটেদের কাছে চলে যান আতিফ। গিয়ে বখাটেদের হাত থেকে তরুণীটিকে মঞ্চে তুলে নেন।

এ সময় তিনি বখাটেদের বলেন, ‘কখনও মেয়ে দেখোনি? তোমাদের মা-বোনদের সঙ্গে কেউ যদি এমন করে? পরে কনসার্টের নিরাপত্তারক্ষীরা এসে ওই তরুণীকে নিরাপদ স্থানে নিয়ে যান।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর