thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

ইস্তানবুলের সন্দেহভাজন হামলাকারী আটক

২০১৭ জানুয়ারি ১৭ ১০:০৮:৩৪
ইস্তানবুলের সন্দেহভাজন হামলাকারী আটক

দ্য রিপোর্ট ডেস্ক : তুরস্কের ইস্তানবুলে নাইটক্লাবে হামলাকারী হিসেবে প্রধান সন্দেহভাজনকে ধরা হয়েছে বলে দাবি করেছে দেশটি। ৩৪ বছর বয়সী আবদুল কাদির মাশারিপভ একজন উজবেক নাগরিক। খবর বিবিসির।

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে নাইটক্লাবের ঐ হামলায় ৩৯ জন নিহত ও ৭০ জন আহত হয়েছিল। ইসলামিক স্টেট ঐ হামলার দায় নিয়েছিল।

ঐ ব্যক্তির যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাছে ধূসর রঙের টি শার্ট একটি লোকের প্রচণ্ড মার খাওয়া থেতলানো মুখ। কেউ একজন তার গলা সামনের দিক থেকে ধরে আছে।

আশঙ্কা করা হচ্ছিল এই বন্দুকধারী ব্যক্তি তুরস্কের আশেপাশে কথিত ইসলামিক স্টেট নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যেতে পারে।

সংবাদদাতা জানাচ্ছেন এই ব্যক্তির ধরা পড়ার ঘটনা তুরস্ক সরকারের জন্য একটা বড় স্বস্তির বিষয়। কিন্তু দেশটিকে সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

পুলিশ বলছে, আবদুল কাদির নামে ব্যক্তিকে তার চার বছর বয়সী ছেলের সাথে পায় তারা। কিরগিজ এক বন্ধুর বাড়িতে আবদুল কাদির সেসময় ছিল। পুলিশ তার ঐ কিরগিজ বন্ধু সাথে আরও তিনজন নারীকে আটক করেছে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/জানুয়ারি ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর