thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

ফরিদপুরে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১১:৫৪:১৩
ফরিদপুরে মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর এলাকা এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মো. শাহজাহান শেখ নামে। তার বাড়ি নগরকান্দা উপজেলার রাধানগর গ্রামে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রামনগর উচ্চবিদ্যালয়ের পাশের গমক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে শাহজাহান একটি সালিশে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা গমক্ষেতে শাজাহানের লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি-মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এবং টাকাপয়সা নিয়ে এ হত্যার ঘটনা ঘটতে পারে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম দ্য রিপোর্টকে জানান, নিহতের গলা এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এম/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর