thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

মিতু হত্যা

মুসাকে অনুপস্থিত দেখিয়ে চার্জশিট : আইজিপি

২০১৭ ফেব্রুয়ারি ২২ ২২:০৭:৫৯
মুসাকে অনুপস্থিত দেখিয়ে চার্জশিট : আইজিপি

চট্টগ্রাম অফিস : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সন্দেহভাজন মূল আসামি মুসাকে পাওয়া না গেলে তাকে অনুপস্থিত দেখিয়েই এ হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে সিএমপি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশে যোগ দিয়ে সেন্ট্রাল লাইব্রেরি ও হেয়ার স্টাইল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন শহীদুল হক।

মিতুর স্বামী বাবুল আক্তারকে এ হত্যাকাণ্ডে গ্রেফতার দেখানো হবে কি না, এ প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ‘বাবুল আক্তারকে গ্রেফতার করার মতো প্রমাণযোগ্য কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।’

এ সময় আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম লিটন খুনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে একেএম শহীদুল হক বলেছেন, ‘লিটন খুনের মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল কাদের খান। তার ইচ্ছা ছিল লিটনকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তার পথ পরিষ্কার হবে এবং পরবর্তীতে এমপি হতে পারবেন।’

লিটন হত্যাকাণ্ডে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল কাদের খানকে মঙ্গলবার তার বগুড়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

দেড় মাসের তদন্তে খুনি ও খুনের পরিকল্পনাকারীকে শনাক্তের কথা জানিয়ে আইজিপি আরও বলেছেন, ‘বিন্দুমাত্র সন্দেহ নেই, আমরা যাদের শনাক্ত করেছি তারাই খুন করেছে এবং খুনের পরিকল্পনা করেছে।’

তিনি সেদিনের (২০১৬ সালের ৩১ ডিসেম্বর) ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, ‘তিনজন কিলার মোটরসাইকেলে করে লিটনের বাড়িতে গেছে। গুলি করে তাকে হত্যা করা হয়েছে। সেই মোটরসাইকেলসহ তিনজন কিলারকে গ্রেফতার করা হলে দুইজন গতকাল ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আরেকজন গ্রেফতার হয়েছে, তাকেও আমরা জবানবন্দি নেওয়ার জন্য পাঠাব। কর্নেল কাদের সাহেবকে গ্রেফতার করেছি, তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব।’

খুনের পর জামায়াতকে দায়ী করা হয়েছিল কেন জানতে চাইলে তিনি বলেন, ‘সুন্দরগঞ্জে জামায়াত ২০১৩ সালে ৪ জন পুলিশকে হত্যা করেছিল। সে সময় গাইবান্ধায় যারা নাশকতা করেছে, হত্যাকাণ্ড করেছে, তাদের সবাই জামায়াতের। জামায়াতকে সন্দেহ করাটা স্বাভাবিক ব্যাপার। তবে পুলিশ এ হত্যা মামলার তদন্তে শতভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে।’

প্রসঙ্গত, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডা. কাদের খানের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি খানপাড়া গ্রামে। ২০০৮ সালে মহাজোট প্রার্থী হিসেবে তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর