thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বরিশালে ভূমি জোনিং নিয়ে কর্মশালা

২০১৭ মার্চ ১৫ ১২:৪৬:১৯
বরিশালে ভূমি জোনিং নিয়ে কর্মশালা

বরিশাল অফিস : জাতীয় ভূমি জোনিং নিয়ে বরিশাল বিভাগের সার্কিট হাউসে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বেলা ১১টায় এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. শামসুর রহমান শরীফ।

কর্মশালায় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে ঘনবসতির দেশ হলো বাংলাদেশ। যেখানে প্রতি বর্গকিলোমিটারে ১২০০ জন মানুষের বসতি। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ৩১২ জন। আর জনবহুল চীনে এ সংখ্যা প্রতি বর্গকিলোমিটারে ১০০ প্লাস মাত্র। এদিক বিবেচনা করে অবকাঠামো বা শিল্পায়নের জন্য আমরা কোন ধরনের ভূমির ব্যবহার করব, এ জন্য সহায়ক হবে এই প্লানিংয়ের মাধ্যমে জমির প্রকার চিহ্নিত করার। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মৌজা থেকে প্লট পর্যন্ত জোনিং করা হবে বলে জানান বক্তারা।

বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন।

কর্মশালায় বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) কৃষি, মৎস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এম/মার্চ ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর