thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

কর্মস্থলে নারীদের যৌনহেনস্থা নিয়ে সরব সোনাক্ষী

২০১৭ মার্চ ২৫ ২০:২৫:৪৮
কর্মস্থলে নারীদের যৌনহেনস্থা নিয়ে সরব সোনাক্ষী

দ্য রিপোর্ট ডেস্ক : যা বিশ্বাস করেন, ঠিক মনে করেন তাই অকপটে বলে দেন। সেই সোনাক্ষী এবার কর্মস্থলে নারীদের হেনস্থা নিয়ে মুখ খুললেন। বললেন, নারীরা প্রতিবাদ করেন না। চুপ করে সহ্য করেন। সে কারণে তাদের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে।

সম্প্রতি এক সংস্থার সিইও-এর বিরুদ্ধে একজন নারীকে হেনস্থার অভিযোগ উঠেছে। তা নিয়ে সরব হয়েছেন অনেকে। অনেক তারকা এ ঘটনা নিয়ে মুখ খুলেছেন, নিন্দাও করেছেন।

ঠিক সেই সময় সোনাক্ষীর এই পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার উপলব্ধি, বেশিরভাগ নারী কর্মস্থলে চুপ করে থাকেন। ভয়ে প্রতিবাদ করেন না। মরার দিন পর্যন্ত নারীরা শুধু দোষারোপ করেন। নিজেরা সাহস সঞ্চয় করেন না।

তবে নারীদের নিরাপত্তার স্বার্থে সরকারেরও পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন শত্রুঘ্ন কন্যা। তিনি মনে করেন, যে কোনও মূল্যে সরকারের উচিত নারীদের সাহায্য করা, শক্তি দেওয়া। তবেই মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারবেন।

সোনাক্ষীর পরবর্তী সিনেমা নুর। ২১ এপ্রিল রিলিজ করছে সিনেমাটি।

(দ্য রিপোর্ট/এফএস/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর