thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

‘গণতন্ত্র ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়া যাবে না’

২০১৭ মার্চ ২৭ ২২:০৯:৫৯
‘গণতন্ত্র ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়া যাবে না’

ময়মনসিংহ অফিস : গণতন্ত্র ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আব্দুল্লাহ।

তিনি বলেছেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে গণতন্ত্র থাকে না। দেশের গণমাধ্যম এখন দলমাধ্যমে পরিণত হয়েছে।’

সোমবার (২৭ মার্চ) সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএফইউজে’র মহাসচিব আরও বলেন, ‘দৈনিক দিনকাল, দৈনিক আমার দেশ ও র্শীষনিউজের মতো ভিন্নমতের জনপ্রিয় ৩৫টি অনলাইন বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ানসহ অনেক গণমাধ্যম। অথচ তথ্যমন্ত্রী বলে বেড়ান, দেশে সংবাদপত্রের অবাধ স্বাধীনতা রয়েছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘গত আট বছরে সাড়ে সাতশ সংবাদপত্রের ডিক্লারেশন দেওয়া হয়েছে। এগুলো কাদের দিয়েছে, কতজন সাংবাদিকের কর্মসংস্থান হয়েছে?’

তিনি আরো বলেন, ‘সরকারের দালালি না করলে উচ্ছ্বিষ্ট পাওয়া যাবে না বলে একটি মহল নির্যাতিত সাংবাদিকদের পক্ষে কথা বলার সাহসও পায় না।’

এম আব্দুল্লাহ আরও বলেন, ‘গত আট বছরে দেশে সাগর-রুনিসহ ২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। কিন্তু একজন সাংবাদিক হত্যার বিচার আজো হয়নি।’

বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমার দেশসহ বন্ধ গণমাধ্যম অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘দেশ আজ গণতন্ত্রহীন। গণতন্ত্রের জন্য সবাইকে কথা বলতে হবে।’ তিনি সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- এনটিভি’র স্টাফ রিপোর্টার এম আইয়ুব আলী, আমার দেশ’র আঞ্চলিক প্রতিনিধি সুপ্রিয় ধর বাচ্চু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মতিউল আলম, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি নজীব আশরাফ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ইমরান কবীর, ডেইলি ট্র্যাইব্যুনালের জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক নয়া দিগন্তের ফুলবাড়িয়া প্রতিনিধি এম এ কালাম ও নান্দাইল প্রতিনিধি ফজলুল হক ভূঁইয়া, দৈনিক আমার দেশ’র গৌরীপুর প্রতিনিধি কামাল হোসেন, নতুনবার্তা.কম’র গফরগাঁও প্রতিনিধি রুবেল মাহমুদ প্রমুখ।

সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক স্বদেশ সংবাদের হালুয়াঘাটস্থ স্টাফ রিপোর্টার খালেদ আহমেদ শামসুল আলম পনির।

এর আগে বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জেডটি/মার্চ ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর