thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে বিসিসি কর্মচারীরা

২০১৭ মার্চ ২৮ ১৬:০৫:০০
বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে বিসিসি কর্মচারীরা

বরিশাল অফিস : বকেয়া বেতন ভাতার দাবিতে মঙ্গলবার (২৮ মার্চ) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা। বকেয়া বেতন ভাতা না পাওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতা কনজারভেটিভ অফিসার দিপক লাল মৃধা।

সিটি কর্পোরেশনের কর শাখার কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচ মাস হলো সিটি কর্পোরেশনের নিয়মিত ৫’শ ৪২ এবং অনিয়মিত ১৪’শ কর্মচারী বেতন পাচ্ছেন না। এজন্য এর আগেও তারা আন্দোলন ও কর্মবিরতি করলে মেয়রের আশ্বাসে তা প্রত্যাহার করেছিলেন। এবারে আর আশ্বাস নয়; দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে।

নগর ভবনের সামনে অবস্থান নেয়া শ্রমিক মো. জিয়াউদ্দিন ও রনিরঞ্জন দ্য রিপোর্টকে জানান, ‘এখন বাংলা বছর শেষ হতে চলছে, দোকানের বকেয়া টাকা শোধ করতে হবে। নিয়মিত বেতন না পাওয়াতে সংসার চালাতে ধার দেনা করতে হচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। মেয়রের সব চলে, চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন, আর আমরা সন্তানদের পড়ালেখার খরচ যোগাতে পারছিনা। ’

(দ্য রিপোর্ট/একেএ/এমকে/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর