thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

হৃৎপিণ্ডের সুস্থতায় বিয়ে খুবই ভালো

২০১৭ জুন ০৭ ১০:০৩:৫৯
হৃৎপিণ্ডের সুস্থতায় বিয়ে খুবই ভালো

দ্য রিপোর্ট ডেস্ক : বিয়ের ভালো-মন্দ নিয়ে আছে নানা রকমের গবেষণা, আছে নানান রসাল আলোচনাও। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের হৃৎপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই ভালো একটি বিষয়।

বিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। একই সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি আর ডায়াবেটিসও কমায়। প্রায় পাঁচ লাখ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালানো হয়।

বুধবার (৭ জুন) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

গবেষণায় চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার পরেও বিবাহিত মানুষেরা অবিবাহিতদের তুলনায় ১৬ শতাংশ বেশি বেঁচে থাকেন। এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভোগা বিবাহিত রোগীরাও অবিবাহিতদের চেয়ে বেশি সময় বাঁচেন বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।

যাদের ওপর গবেষণা চালানো হয়েছে তাদের সবারই উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিস রয়েছে। তিন ধরনের হৃদরোগ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এই মানুষেরা।
গবেষণা চালানো হয়েছে ১৩ বছর সময় ধরে।

বিজ্ঞানীদের বিশ্বাস, প্রেমময় একজন জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে উৎসাহ জোগান। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ নেই তাদের হাতে।

তবে আলাদা থাকছেন এমন দম্পতি, ডিভোর্সড এবং বিধবা ও বিপত্নীকদের ক্ষেত্রে কী হয়, তা এই গবেষণায় দেখানো হয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/এম/জুন ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর