thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

যুগপূর্তিতে লোক নাট্যদলের ৮ নাটক

২০১৭ জুলাই ০৪ ১৩:৩৪:৫৯
যুগপূর্তিতে লোক নাট্যদলের ৮ নাটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিজেদের ৮টি নাটক নিয়ে দলের ৩ যুগ পূর্তিকে উদ্‌যাপন করতে যাচ্ছে লোক নাট্যদল। আগামী ৫ জুলাই লোক নাট্যদলের প্রতিষ্ঠার তিন যুগ । ১৯৮১ সালের ৬ জুলাই নাট্যজন লিয়াকত আলী লাকীর নেতৃত্বে নাট্যপ্রেমী একঝাঁক তরুণের সম্মিলনে যাত্রা শুরু করে থিয়েটার সংগঠন লোক নাট্যদল।

আগামী ৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার লবিতে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী দিনে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে দুটি নাটক- সুকুমার রায়ের ‘অবাক জলপান’ এবং তারিক আনাম খান রূপান্তরিত মলিয়েরের ‘কঞ্জুস’।

৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে অধ্যাপক আব্দুস সেলিম অনূদিত গাও সিং জিয়ান-এর ‘মাঝরাতের মানুষেরা’। ৭ জুলাই শুক্রবার বিকেল ৪টায় ‘মুজিব মানে মুক্তি’, ৫টায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘ডাকঘর’ এবং সন্ধ্যা ৬টায় রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক আলোচিত নাটক ‘রথযাত্রা’ মঞ্চস্থ হবে। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চায়নে রয়েছে ময়মনসিংহ গীতিকার অবলম্বনে পদাবলি যাত্রা ‘সোনাই মাধব’।

৮ জুলাই শনিবার আয়োজনের সমাপনী দিন সকাল ১১টায় রয়েছে সেমিনার। শেষ দিন সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘লোক নাট্যদলের কর্মমুখর তিন যুগ’ শিরোনামের সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যগবেষক আশীষ গোস্বামী। এদিন পরীক্ষণ থিয়েটারে ‘লীলাবতী আখ্যান’ দিয়ে শেষ হবে উৎসব।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/জুলাই ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর