thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

রাবির নতুন উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা

২০১৭ জুলাই ১৭ ২২:০৯:৩৪
রাবির নতুন উপ-উপাচার্য ড. আনন্দ কুমার সাহা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১২ তম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। সোমবার (১৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপ-উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন

মহামান্য রাষ্ট্রপতি ও রাবির চ্যান্সেলর মো. আব্দুল হামিদের আদেশক্রমে উপসচিব শাহনাজ সামাদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে- ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন।’

প্রজ্ঞাপনে নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে-‘উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।’

উল্লেখ্য, অধ্যাপক আনন্দ কুমার সাহা বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মাগুরা জেলায়।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর