thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

না ফেরার দেশে অভিনেতা রাতিন

২০১৭ জুলাই ১৯ ১১:৪২:৩৩
না ফেরার দেশে অভিনেতা রাতিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা আব্দুর রাতিন। মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বুধবার বেলা সাড়ে তিনটায় তার জানাজা এফডিসিতে অনুষ্ঠিত হবে। এরপর স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর এ তথ্য জানিয়েছেন।

বেশ কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাতিন। প্রথমে চিকুনগুনিয়ায় ভুগছিলেন তিনি। পরে লিভার ও কিডনিজনিত জটিলতারও চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তিনি প্রফেসর এ কে এম আমিনুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

রাতিন বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৭০ সালে মোস্তফা মাহমুদ পরিচালিত ‘নতুন প্রভাত’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দেবদাস, হারানো সুর, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, চোরের বউ, মহান বন্ধু, লালু সর্দার, স্বার্থপর প্রভৃতি। এ ছাড়া তার অভিনীত নাটকের সংখ্যা শতাধিক।

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/জুলাই ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর