thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

রুমায় এখনও নিখোঁজ ২

পাহাড়ধ‌সে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

২০১৭ জুলাই ২৮ ১৫:৪৭:৩৭
পাহাড়ধ‌সে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

বান্দরবান প্র‌তি‌নি‌ধি : বান্দরবা‌নের রুমায় পাহাড়ধ‌সে গত ২৩ জুলাই নি‌খোঁজ হওয়া কৃ‌ষি ব্যাংকের কর্মকর্তা গৌতম নন্দীর মৃতদেহ রোয়াংছ‌ড়িরতারাছা সাঙ্গু নদী থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে গৌতম নন্দীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী।

শনাক্ত করার পর মৃতদেহটি নিহতের পরিবারের সদস্যরে কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহ‌তের ছে‌লে অরজিত ন‌ন্দি ব‌লেন, ‘সাঙ্গু নদীর ছড়ার মুখ থে‌কে উদ্ধার হওয়া লাশ‌টি আমার বাবা গৌতম ন‌ন্দীর।’

গত ২৩ জুলাই বান্দরবা‌নের রুমা সড়‌কের দ‌লিয়ানপাড়া এলাকায় পাহাড়ধ‌সে পাঁচজন নিখোঁজ হন। এদের মধ্যে এ পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পাহাড়ধ‌সের দিনের ঘটনার দিনই চি‌মে‌চিং মারমা নামে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। দু‌দিন পর প‌রিবার প‌রিকল্পনা স্বাস্থ্য সহকারী মু‌ন্নি বড়ুয়ার মৃতদেহ পাওয়‌া যায় বাঁশখালী নদী‌তে। আর ঘটনার চারদিন পর সাঙ্গু নদী থে‌কে উদ্ধার করা ‍রুমা শাখা কৃ‌ষি ব্যাংক কর্মকর্তা গৌতম ন‌ন্দীর মৃতদেহ। তবে নিখোঁজ পাচজনের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন রুমা পোস্ট মাস্টার মো. রবিউল ‌আলম ও ছাত্রী উ‌মে‌চিং মারমা।এদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছন ফায়ার সা‌র্ভি‌সের ইউনিট অফিসার ইকবাল হো‌সেন।

(দ্য রিপোর্ট/এস/এপি/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর