thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিলের

২০১৮ মে ১২ ১১:০৪:৪৩
বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিলের

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বকাপের মাত্র এক মাস আগে বড় এক ধাক্কা খেয়েছে ব্রাজিল। হাঁটুর চোটে পড়ে রাশিয়া বিশ্বকাপ মিস করছেন দানি আলভেজ।

গত মঙ্গলবার পিএসজির হয়ে ফরাসি কাপের ফাইনালে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন আলভেজ। মাঠ থেকে সঙ্গে সঙ্গেই উঠে যান আলভেজ।

দুদিন পর্যবেক্ষণের পর শুক্রবার দুঃসংবাদ দেয় ব্রাজিল ফুটবল দলের চিকিৎসকরা। দেশটির ফেডারেশন জানিয়েছে, দানি আলভেজকে বিশ্বকাপে পাবে না ব্রাজিল। খেলতে পারবেন না ফ্রেন্ডলি ম্যাচগুলোও।

সোমবার বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার কথা রয়েছে ব্রাজিলের।

ব্রাজিল দলে অটোমেটিক চয়েজ হিসেবে থাকতেন ৩৫ বছর বয়সি আলভেজ। কোচ তিতের অন্যতম সেরা ট্রার্মকার্ড ছিলেন আলভেজ। কিন্তু তাকে ছাড়াই এবার মাঠে নামতে হচ্ছে গতবারের সেমিফাইনালিস্টদের। আলভেজকে ছাড়া ব্রাজিলকে কঠিন সময় পাড় করতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্বকাপের আগে ওয়ার্মআপ ম্যাচে ক্রোয়োশিয়া ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে। ২২ জুন নেইমারদের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ সার্বিয়ার বিপক্ষে ২৭ জুন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর