thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

ধাওয়ানকে মোদির আবেগঘন টুইট

২০১৯ জুন ২১ ১২:২১:৪৭
ধাওয়ানকে মোদির আবেগঘন টুইট

দ্য রিপোর্ট ডেস্ক: সচরাচর ভারতের হয়ে ওপেনার শিখর ধাওয়ানের পারফরম্যান্স যেমনই হোক না কেন- বড় টুর্নামেন্টগুলো এলেই যেন নিজের সেরাটা নিগড়ে দেন তিনি। যার প্রমাণ সবশেষ পাঁচ বড় আসরে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে শুরু এরপর একে একে ২০১৪ এশিয়া কাপ, ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং সবশেষ ২০১৮ এশিয়া কাপেও টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান আসে ধাওয়ানের উইলো থেকে।

সেই ধাওয়ানই কি-না এবারের বিশ্বকাপের মাঝপথ থেকেই ধরেছেন বাড়ির ফিরতি বিমান। কারণটা ইনজুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য সেঞ্চুরির দিন বৃদ্ধাঙ্গুলির চোটে পড়েন ধাওয়ান। পরে জানা যায়, কমপক্ষে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই বাঁহাতি ব্যাটসম্যানকে।

কিন্তু গত পরশু ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানায়, দলের সঙ্গে ধাওয়ানের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ। দ্রুত আঙুলের চোট সারবে না বলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে ধাওয়ানকে। তার পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন রিশাভ পন্থ।

এদিকে দল থেকে বাদ পড়ায় স্বভাবতই মন কাঁদছে ধাওয়ানের। প্রিয় ২২ গজে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব না করার দুঃখটা বেশ ভালোভাবেই টের পাচ্ছেন তিনি। তাইতো দেশের সাবেক-বর্তমান থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের অনেকেই সান্ত্বনামূলক বার্তা পাঠাচ্ছেন ধাওয়ানকে। তাকে শক্ত থাকার আহবান জানাচ্ছেন।

এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ধাওয়ানকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা পাঠান মোদি। তিনি লেখেন, 'প্রিয় শিখর ধাওয়ান, কোনো সন্দেহ নেই মাঠের পিচ তোমাকে খুব মিস করবে। কিন্তু আমি আশা করি খুব শিগগিরই তুমি মাঠে ফিরবে আর দেশের জন্য আরও অনেক রান করবে।'

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর