thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮,  ৭ জিলকদ  ১৪৪২

করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

২০২০ মার্চ ২১ ১০:১৭:৩৬
করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম বাংলাদেশির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গোলাম মাওলা (৫৫) নামে এক প্রবাসী বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় মিলানের নিগোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন গোলাম মাওলা। ১৫ দিন আগে অসুস্থ হয়ে ইতালির মিলান শহরের নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। হাসপাতালে এ ভাইরাসের সঙ্গে লড়াই করার পর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

তার গ্রামের বাড়ি নোয়াখালী । ইতালির বাণিজ্যিক শহর মিলানের বাসিন্দা ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই ব্যক্তি।

এদিকে তার মৃত্যুতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১। ইউরোপের দেশটিতে এখনও ৩৭ হাজার ৮৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর