thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান

২০২০ মার্চ ৩০ ১০:৫৯:১২
খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের চিকিৎসায় খুব দ্রুত অ্যাভিগ্যান ওষুধ অনুমোদন দিতে যাচ্ছে জাপান। দেশটির ফুজিফিল্ম হোল্ডিংস এই ওষুধ প্রস্তুত করেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শনিবার বলেছেন, ফ্লুর বিরুদ্ধে ব্যবহৃত ওষুধ অ্যাভিগ্যান যেন করোনার চিকিৎসায় ব্যবহার করা যায়, সে জন্য এর পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সরকার।

তিনি বলেন, বেশ কিছু করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় এই ওষুধের কার্যকারিতার লক্ষণ পাওয়া গেছে। ইতিমধ্যে অনেক দেশ এই ওষুধ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।

জাপানে এখনও পর্যন্ত এক হাজার ৮৬৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন নতুন ১৭৩ জন। মারা গেছেন ৫৪ জন।

এদিকে করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর