thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

আগুনঝরা কথা আর বজ্রকণ্ঠে ফিরে এলেন তবীব ও গাল্লিবয় রানা

২০২০ জুন ২৯ ১৭:৩১:০৪
আগুনঝরা কথা আর বজ্রকণ্ঠে ফিরে এলেন তবীব ও গাল্লিবয় রানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশ ও সমাজের বাস্তবতা আগুনঝরা কথা আর বজ্রকণ্ঠে ফুটিয়ে তোলা শিল্পীদ্বয় তবীব মাহমুদ ও গাল্লিবয় রানা। দেশের র‍্যাপ গানে নতুন মাত্রা যোগ করেছেন তারা। একের পর এক বিদ্রোহী সব গানে মুগ্ধ করে চলেছেন তারা। তাদের গানগুলো যেন সাধারণ মানুষেরই মনের অব্যক্ত কথা বলে।

আবারও নিজেদের বিশেষত্ব বজায় রেখে ফিরে এলেন তবীব মাহমুদ ও রানা। তাদের নতুন গান ‘আই কান্ট ব্রেথ’। আজ ২৯ জুন গানটি তবীবের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

‘আই কান্ট ব্রেথ আমি শ্বাস নিতে পারি না/ মানুষের মাঝে আজ প্রেম নেই কেন কেন/ ভরসা ভালোবাসা বিশ্বাস নেই কেন/ দূষিত বাতাসে মৃত নিশ্বাস নেই কেন/ বিষাক্ত নদীগুলো উর্মি হীন/ দেখো খাদ্যের মাঝে কেন ফর্মালিন/’ এরকম তীক্ত বাস্তবতার কথাগুলো দক্ষ হাতে লিখেছেন তবীব মাহমুদ। সুর করেছেন তিনি নিজেই।

গানটিতে সঙ্গীতায়োজন করেছে এলএমজি বিটস। এই গানের চিত্রায়ণ করা হয়েছে হাওর অঞ্চলে। চিত্রায়ণে ছিলেন রায়হান উদ্দিন। ভিডিওতে পারফর্ম করেছেন তবীব ও রানা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯জুন, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর