thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

বিশ্বজুড়ে  করোনায় প্রাণহানির সংখ্যা কমেছে

২০২২ নভেম্বর ২০ ১২:১৯:৪৮
বিশ্বজুড়ে  করোনায় প্রাণহানির সংখ্যা কমেছে

দ্য রিপোর্ট ডেস্ক:বিশ্বজুড়ে দৈনিক করোনায় প্রাণহানির সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে পাঁচ'শ মানুষ। সেইসাথে শনাক্ত হয়েছে প্রায় পৌনে তিন লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪২ জন। যা আগের দিনের তুলনায় কমেছে পৌনে তিনশ’র বেশি। এতে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ২৫ হাজার ৪৬১ জনে।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৩১৬ জন। গত দিনের তুলনায় রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪০ হাজার। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে মোট ৬৪ কোটি ১৮ লাখ ৩১ হাজার ১১৮ জনে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি হয়েছে জাপানে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৮৮৭ জন আর মারা গেছেন ১০১ জন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর