thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

পুঁজিবাজারে সূচক ও লেনদেন 

২০২৩ মার্চ ২৯ ১৫:৩৪:৪৭
পুঁজিবাজারে সূচক ও লেনদেন 

দ্য রিপোর্ট প্রতিবেদক:আজ বুধবার (২৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত কার্যদিবস থেকে বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৬ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১১০ কোটি ৬৩ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৭২ কোটি ০৫ লাখ টাকা।

আজ দিনভর ডিএসইতে ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৮ টির।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর