thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বৃষ্টিতে  পরিত্যক্ত  বাংলাদেশ ও নিউজিল্যান্ড প্রথম ম্যাচ

২০২৩ সেপ্টেম্বর ২২ ০১:০৫:৩০
বৃষ্টিতে  পরিত্যক্ত  বাংলাদেশ ও নিউজিল্যান্ড প্রথম ম্যাচ

দ্য রিপোর্ট ডেস্ক:বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ড ইনিংসের ৫ম ওভারে বৃষ্টি হানা দেয়।

এরপর দুই ঘন্টা পর খেলা শুরু হয়ে চলে ৩৪তম ওভার পর্যন্ত। এরপর আবারও খেলা চলার সময় দ্বিতীয় দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর শুধুই অপেক্ষা বাড়তে থাকে।

কয়েক দফায় বৃষ্টি থেমেছে, মাঠ ঠিক করা হয়েছে, কিন্তু বল মাঠে গড়ানোর আগেই আবার হানা দিয়েছে বৃষ্টি। ম্যাচটিতে ফলাফল বের করার জন্য দুই দলেরই কম পক্ষে ২০ ওভার করে খেলতে হতো, সেক্ষেত্রে ৯টা ৬ মিনিটেও যদি খেলা শুরু করা সম্ভব হতো তাহলে ২০ ওভারে লক্ষ্য তাড়ায় নামতো বাংলাদেশ। তবে সেটিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসবি

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর