thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

রাজধানীর দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

২০২৩ সেপ্টেম্বর ২২ ১৩:০৩:০৭
রাজধানীর দুই প্রবেশমুখে বিএনপির সমাবেশ আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:আজ শুক্রবার রাজধানীতে পৃথক দুটি সমাবেশের আয়োজন করেছে বিএনপি। রাজধানী দুই প্রবেশমুখ আবদুল্লাহপুর ও যাত্রাবাড়ীতে শুক্রবার সমাবেশ দুটি অনুষ্ঠিত হবে। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবিতে এই সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বেলা তিনটায় উত্তরার আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেট সংলগ্ন মাঠে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বেলা তিনটায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদ লিটন।

দুটি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করবেন।

সমমনা দলগুলোর সমাবেশ: এদিকে বিএনপির সমমনা দলগুলো পৃথক সমাবেশ করবে। ১২ দলীয় জোট বিকাল ৪টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ৩ টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে, এলডিপি বেলা ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে, গণঅধিকার পরিষদ বেলা ৩টায় উত্তর বাড্ডা ওভার ব্রীজ সংলগ্ন সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে। গণ অধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর