thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আফগানিস্তানকে  ১৫ কোটি ডলারের সহায়তা দিচ্ছে  ইইউ

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১২:৫৮:১১
আফগানিস্তানকে  ১৫ কোটি ডলারের সহায়তা দিচ্ছে  ইইউ

দ্য রিপোর্ট ডেস্ক:ছয়মাস আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে ১৫ কোটি ডলারের সহায়তা পাচ্ছে আফগানিস্তান। আফগান নারীরা এ থেকে উপকৃত হবেন, এটা নিশ্চিত হওয়ার পর এ সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। খবর এএফপি’র।

আফগানিস্তানে ২০২১ সালে ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই সেখানে নানাভাবে নারীর অধিকার সংকুচিত হয়ে আসছে।

২০২২ সালের ডিসেম্বরে তালেবান ঘোষণা দেয়, কোনো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নারীরা কাজ করতে পারবেন না। মূলত তালেবানের ওই ঘোষণার পর ইইউ আফগানিস্তানকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয়।

এরপর ছয় মাস আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ইইউ। এছাড়া তালেবান এটা নিশ্চিত করেছে যে এই অর্থ থেকে আফগান নারীরা উপকৃত হবেন। এরপর অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ।

এই অর্থ সরাসরি তালেবানের হাতে যাচ্ছে না। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন ও বিশ্বব্যাংকের মাধ্যমে এই অর্থ ব্যয় হবে।

আফগান নারীদের বিদেশেও পড়তে দেবে না তালেবানআফগান নারীদের বিদেশেও পড়তে দেবে না তালেবান
বুধবার জাতিসংঘ বলেছে, আফগানিস্তানে নারীসহ অন্যদের গ্রেপ্তার ও আটকের সময় তালেবান ১৬০০টির বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা আফগান কর্তৃপক্ষকে এমন মানবাধিকার অবমাননা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর