thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৩:০৭:৪১
দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক:নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘরের মাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেটিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ম্যাচ শেষ পর্যন্ত হয় পরিত্যক্ত। দুই দফা মুষলধারে বৃষ্টি হওয়ার পর খেলা আর মাঠে গড়ায়নি।

আজ দ্বিতীয় ম্যাচে (২৩ সেপ্টেম্বর) লড়বে দুই দল। তবে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

অবশ্য প্রথম ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার চেষ্টা করেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। যদিও মোস্তাফিজ ও নাসুমের বোলিং তোপে বিধ্বস্ত হয়েছে তাদের ব্যাটিং লাইন।

দ্বিতীয় ম্যাচে তাই নিজেদের ভুল গুলো শুদ্ধরে নিয়ে মাঠে নামবে সফরকারীরা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কিউই বোলাররা মিরপুরের উইকেট পরখ করে দেখতে পারেননি। অন্যদিকে দীর্ঘদিন পর টাইগারদের একাদশে ফিরেছেন সৌম্য, তামিম ও মাহমুদুল্লাহ। বিশ্বকাপের আগে এই তিন ক্রিকেটারের উপর কড়া নজর রাখছে নির্বাচকরা।

এদিকে দুই দলের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিরিজ জিততে হলে দুই দলের জন্য আজ জয়ের বিকল্প নেই। তাই দুই দল চাইবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এক পা এগিয়ে রাখতে। কিন্তু প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে টাইগারদের হোম অব ক্রিকেটে। সময়মতো এই ম্যাচটি মাঠে গড়াবে কিনা, তা নিয়ে আছে শঙ্কা।

বাংলাদেশ স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর