thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আইন মন্ত্রণালয়ের অভিমত পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

২০২৩ অক্টোবর ০২ ১৭:৪৫:৩২
আইন মন্ত্রণালয়ের অভিমত পরিবর্তনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের অভিমত পরিবর্তনের সুযোগ নেই। আইন মন্ত্রণালয় থেকে আমাদের যা জানানো হয়েছে, তাতে আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি।

সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা আছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম তাদের মতামত জানার জন্য। যে মতামতটা আসছে, সেই মতামত বোধহয় তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে। কাজেই এখন আমাদের আর কিছু করণীয় নেই।

সিদ্ধান্ত খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দেওয়া হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ওনারা যদি জানতে চান, আমরা অবশ্যই জানিয়ে দেবো। তবে, এরইমধ্যে উনি জেনে গেছেন। তাদের কোনো কিছু জানার থাকলে, কথা বলতে পারেন। কিন্তু, সিদ্ধান্ত যেটা, সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো যাবে না বলে রোববার অভিমত দেয় আইন মন্ত্রণালয়। এ বিষয়ে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হলে তাকে আদালতে গিয়ে আবেদন করতে হবে। আদালত যদি অনুমতি দেন, তাহলে তিনি বিদেশে যেতে পারবেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর