thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

ওবামাকে ড্রোন হামলা বন্ধের আহ্বান নওয়াজের

২০১৩ অক্টোবর ২৪ ১৮:০১:৩১
ওবামাকে ড্রোন হামলা বন্ধের আহ্বান নওয়াজের
দিরিপোর্ট২৪ ডেস্ক : হোয়াইট হাউজে অনুষ্ঠিত দ্বি-পক্ষীয় বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানালেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। খবর আলজাজিরার।

এ বৈঠকে ড্রোন হামলা ছাড়াও উভয় নেতা আফগানিস্তানে ‘সন্ত্রাস বিরোধী’ যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, আগামী বছর আফগানিস্তান থেকে সকল সৈন্য সরিয়ে নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের।

বুধবার নওয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমি আমাদের বৈঠকে ড্রোন হামলার বিষয়টি তুলেছি। এ ধরনের হামলা বন্ধ করতে হবে বলে আমি তাকে (বারাক ওবামা) জানিয়েছি।’

আফগানিস্তান ইস্যু নিয়ে উভয় দেশ একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ওবামা বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আমরা একত্রে আফগানিস্তান নিয়ে কাজ করলে একটি ভালো ফলাফলে পৌঁছাতে পারব।’

উভয় নেতা-ই আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে তালেবানদের আহ্বান জানান।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যখন তার দেশে মার্কিন ড্রোন হামলা বন্ধ করার আহ্বান জানান ও এটাকে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন ওবামাকে তখন চুপ থাকতে দেখা যায়।

ওবামা এ বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে পাকিস্তানের নিরাপত্তা রক্ষায় উভয় দেশ একত্রে কাজ করছে বলে জানান। এ সময় তিনি জানান পাকিস্তানের সার্বভৌমত্বকে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রদ্ধা করে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর