thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

২০১৪ জানুয়ারি ০৫ ১৪:৫৭:৩৫
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং-বোলিংয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। তাই সিরিজ শেষে হতাশ হতে হয়েছে তাদের। পঞ্চম ও শেষ টেস্টে তাদের ২৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ষোলকলা পূর্ণ করেছে স্বাগতিকরা। ইংলিশদের ৫-০ তে হোয়াইটওয়াশ করেই সিরিজ জয়ের উৎসব করেছে মাইকেল ক্লার্কের দল।

পঞ্চম টেস্ট শেষ হতে বাকি ছিল আরও ২ দিন। কিন্তু তার আগেই আত্মসমর্পণ করেছে ইংল্যান্ড। জয়ের জন্য তৃতীয় দিন তাদের ৪৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। খেলতে নেমে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড।

রায়ান হারিস একাই গুঁড়িয়ে দিয়েছেন ইংলিশদের ব্যাটিং মেরুদণ্ড। ২৫ রান দিয়ে তিনি শিকার করেছেন ৫ উইকেট। এ ছাড়া মিচেল জনসন ৩টি ও নাথান লায়ন নিয়েছেন ২টি উইকেট।

স্বাগতিকদের দুর্দান্ত বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংলিশদের ব্যাটিং লাইনআপ। মাইকেল কারবেরি (৪৩), বেন স্টোকেস (৩২), স্টুয়ার্ট ব্রড (৪২) ও ইয়ান বেল (১৬) ছাড়া কোনো ব্যাটসম্যানই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাই তাদের হোয়াইটওয়াশ করেই আানন্দের গান গেয়েছে ক্লার্করা।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ৩২৬ ও ২৭৬

ইংল্যান্ড : ১৫৫ ও ১৬৬

ফল: অস্ট্রেলিয়া ২৮১ রানে জয়ী

ম্যাচ সেরা: রায়ান হারিস

সিরিজ সেরা: মিচেল জনসন

(দ্য রিপোর্ট/সিজি/এএল/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর