thereport24.com
ঢাকা, বুধবার, ৯ জুলাই 25, ২৫ আষাঢ় ১৪৩২,  ১৩ মহররম 1447

পল্লবীতে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু

২০১৩ অক্টোবর ২৮ ২০:০২:০৮
পল্লবীতে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু

দিরিপোর্ট২৪, প্রতিবেদক : রাজধানীর পল্লবী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবির হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি তার পরিবারের সঙ্গে পল্লবীর ১২ নম্বর সেকশনের, ই ব্লকের, ৮ নম্বর লাইনের, ৩ নম্বর বাড়িতে বাস করতেন।

সোমবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।

মৃতের স্ত্রী সুলতানা বেগম জানান, তিনি তাদের বাসার কাছে এস এম বেলালের বাড়ির তিন তলায় প্লাস্টারের কাজ করছিলেন। ওই সময়ে একটি পরিত্যক্ত বৈদ্যুতিক তার ছিড়ে তার শরীরে লাগলে তিনি অচেতন হয়ে পড়েন। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কবির হোসেন দুই ছেলে ও এক মেয়ের জনক। ৩ ভাই ৪ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার পিতার নাম ওহাব আলী। মৃত কবিরের বাড়ি ভোলা জেলার তমিজউদ্দিন থানার মাতবর বাড়ি গ্রামে।

এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

(দিরিপোর্ট২৪/দিপু/এমডি/ অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর