thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ঢাবির বিজয় একাত্তর হলে শিগগিরই সিট দেওয়া হবে

২০১৪ জানুয়ারি ০৬ ২২:২৯:১৮
ঢাবির বিজয় একাত্তর হলে শিগগিরই সিট দেওয়া হবে

ঢাবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নব নির্মিত বিজয় একাত্তর হলে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিগগিরই ওঠানো হবে বলে জানিয়েছেন হলের প্রোভস্ট টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া।

নতুন হলের প্রভোস্ট শফিউল আলমসোমবার দ্য রিপোর্টকে এ কথা জানান। তিনি বলেন, ‘এই হলের যাবতীয় নির্মাণকাজ শেষ হতে যাচ্ছে। দ্রুত শিক্ষার্থীদের ওঠানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সঙ্গে আলোচনা করা হয়েছে।’

একে একে হলে সকল বর্ষের ছাত্রদের ওঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

কোন পদ্ধতিতে শিক্ষার্থীদের ওঠানো হবে- জানতে চাইলে তিনি জানান, বেগম সুফিয়া কামাল হলে যেভাবে শিক্ষার্থীদের তোলা হয়েছে ঠিক একইভাবে এই হলেও সিট বরাদ্দ দেওয়া হবে।

জানা যায়, বেগম সুফিয়া হলে শিক্ষার্থীদের ওঠানোর ব্যাপারে প্রথমে একটি নোটিশ দেয়া হয়। পরে ভর্তি বাবদ আনুষঙ্গিক ৫ হাজার টাকা নেওয়া হয়।

তবে দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের হলে ওঠানোর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে পরে জানানো হবে।’

হলের প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত শফিউল আলম ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ড. শফিউল আলম ভূঁইয়া ১৯৯৭ সালে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১২ সালের ২৩ জানুয়ারি তিনি চলচ্চিত্র ও ফিল্ম অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে যোগ দেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসকে/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর