thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ব্যর্থ’

২০১৪ জানুয়ারি ০৭ ২১:১৪:১৫
‘প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ব্যর্থ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘মাঠ পর্যায়ে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বক্ষণিক উপস্থিতি সত্ত্বেও সংখ্যালঘুদের ওপর এরূপ সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অনতিবিলম্বে এ ধরনের হামলা বন্ধে কার্যকর প্রশাসনিক ও আইনী পদক্ষেপ গ্রহণ, ঘটনার বিচারিক তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে টিআইবি।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/এনআই/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর