thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

দুই মাথাওয়ালা বাছুর!

২০১৪ জানুয়ারি ০৭ ২১:৪৯:০৯
দুই মাথাওয়ালা বাছুর!

দ্য রিপোর্ট ডেস্ক : মরক্কোর সেফরো গ্রামের অধিবাসীদের জন্য এই বছরের শুরু অনেকটাই উদ্ভট! তবে গ্রামবাসী আশা করছে তাদের নতুন বছরটা ভালোই কাটবে। তাদের এই পূর্ব প্রত্যাশার কারণ হলো, গ্রামে জন্ম নিয়েছে একটি দুই মাথাওয়ালা বাছুর। তাদের ধারণা, একের চেয়ে দুই সবসময়ই ভালো। সূত্র : মেট্রো।

মরক্কোর উত্তরাঞ্চলের প্রত্যন্ত সেফরো গ্রামে ওই বছুরটি জন্ম নিয়েছিল ৩০ ডিসেম্বর। তাই গ্রামবাসী আরবি ভাষায় এর নাম রেখেছিল সানা সাডিয়া, যার বাংলা অর্থ দাঁড়ায় শুভ নববর্ষ।

মরক্কোর বিখ্যাত ফেজ শহর থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত জন্ম নেওয়ার পরপরই আশপাশের সব বয়সের মানুষের অন্যতম আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সানা সাডিয়া।

যাই হোক এই ছোট বাছুরটিই কিন্তু পৃথিবীর একমাত্র দুই মাথাওয়ালা প্রাণী নয়। এর আগে একই বছরের এপ্রিলে চীনে জন্ম নিয়েছিল দুই মাথাওয়ালা একটি মুরগির বাচ্চা।

(দ্য রিপোর্ট/এআইএম/এইচএসএম/জানুয়ারি ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর