thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

‘দুই নেত্রীকে কন আমার প্যাটে য্যান লাথি না মারে’

২০১৩ অক্টোবর ২৯ ১০:৩২:১৮
‘দুই নেত্রীকে কন আমার প্যাটে য্যান লাথি না মারে’

কুষ্টিয়া সংবাদদাতা : খুব ভোর বেলায় এসে কুষ্টিয়ার মজমপুর গেটে দেখা গেলো কয়েকজন ফেরিওয়ালাকে। প্রতিদিন তারা মজমপুর গেট থেকে বাঁকিতে ফল কিনে বিভিন্ন এলাকায় ফেরি করে জীবিকা নির্বাহ করে থাকেন। তবে হরতাল হলে তাদের কাটাতে হয় অলস সময়। নিজেদের মধ্যে আলাপ করছিল তারা। আয় করতে না পারলে আজ হয়তো না খেয়ে থাকতে হবে, নয়তো ধার করে সংসার চালাতে হবে।

একজন বলছেন, তার সংসারে লোক সংখ্যা ৬ জন। প্রতিদিন সংসার খরচ কমপক্ষে ৩০০ টাকা। ফল বিক্রি করে লাভ যা পান তা দিয়েই চলে তার সংসার। কিন্তু হরতালের কারণে আয় রোজগার খুব কম।

ফেরিওয়ালাদের এই দলে রয়েছে ৮-৯ জন। হরতাল সম্পর্কে একেকজনের মন্তব্য একেক রকম। একজন বলেন, আজ হরতাল না দিয়ে বঙ্গভবনে গেলেই তো সমস্যা মিটে যেত। তাকে সমর্থন করে অপরজন বললেন, সংলাপে কাজ না হলে পরেও তো হরতাল দেয়া যেত। অপর জনের মন্তব্য, কেন হরতাল ডাকার আগে সংলাপের কথা মনে ছিল না?

পাশে থেকে একজন বলে উঠলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন খালেদা জিয়া। সেই সময়ের মধ্যেই তো দাওয়াত দেয়া হয়েছে। তাহলে খালেদা জিয়া কেন সেখানে যেতে রাজি হলেন না?

আড়ালে দাঁড়িয়ে অনেকক্ষণ শুনছিলাম তাদের কথা। সামনে যেতেই বলে উঠলেন, ভাই আপনারা সাংবাদিক। আপনাদের কথা সবাই শোনে। দুই নেত্রীকেই কন আমার প্যাটে য্যান লাথি না মারে। ভালইতো চলছিল। বেশ দু’পয়সা আয় করে খাচ্ছিলাম। হরতাল মানে গরীব মারার ফাঁদ। পাশের থেকে একজন বললেন, ভাই আমরা ফেরিওয়ালা। গরীব মানুষ। দেশ নিয়ে ভাবনা সকলেরই আছে। কারো ভাল থাকার। কারো বেঁচে থাকার। তবে হরতাল কারো জন্যই ভাল নয়, এটা বোধ করি বোকায়ও বোঝে। কেবল........।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচ/জেএম/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর