thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

জামায়াত নেতা নাজিরের দাফন সম্পন্ন

২০১৪ জানুয়ারি ০৮ ১৫:৫৮:০৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক এ কে এম নাজির আহমদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মিরপুর কাজীপাড়ার বায়তুন নূর জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে মিরপুর-১১ নম্বরের কবরস্থানে বুধবার বেলা পৌনে ২টার দিকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন তার জামাতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম।

এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদসহ জামায়াত-শিবির নেতাকর্মী ও মরহুমের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এদিকে নাজির আহমদের জানাজা নামাজ শেষে ফেরার পথে কমপক্ষে ২০ জনকে পুলিশ আটক করেছে বলে তার পরিবার ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়। তবে আটকের বিষয়টি অস্বীকার করে মিরপুর মডেল থানার এসআই আহসান হাবিব দ্য রিপোর্টকে বলেন, ‘এ ধরনের খবর আমাদের কাছে নেই।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক নাজির আহমদ মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর শংকর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইংরেজি বিভাগে আট বছর শিক্ষকতা করেন। ৭০ এর দশকে বৃহত্তর কুমিল্লা জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন তিনি। এরপর কেন্দ্রীয় নায়েবে আমির মনোনীত হন।

এ ছাড়া বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক ও ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনারেরও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/কেএ/এনইউডি/এমসি/জানুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর