thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘২৪ জানুয়ারির আগে নতুন সংসদ অধিবেশন নয়’

২০১৪ জানুয়ারি ০৯ ১৫:৩৬:০৪
‘২৪ জানুয়ারির আগে নতুন সংসদ অধিবেশন নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী সরকার আইনের অধীনে আছে, তারা আইন বহির্ভূত কোনো কাজ করেনি। নতুন এমপিরা শপথ গ্রহণ করলেও সংবিধান অনুসারে ২৪ জানুয়ারির আগে নতুন সংসদ অধিবেশন বসতে পারে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি।

মাহবুবে আলম বলেন, নবম সংসদের এমপিরা এখনো তাদের আসনে অধিষ্ঠিত আছেন। সংবিধানের ১২৩ ধারা মোতাবেক নতুন এমপিরা আইনের আওতায় থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে সংসদে কোনো আইন প্রণয়ন করতে পারবেন না।

তাহলে ২৪ জানুয়ারির আগে কেন নতুন এমপিদের শপথ দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সংবিধানের ১৪৮(২) ধারায় বলা হয়েছে, নির্বাচনের গেজেট প্রকাশ করার তিন দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ করতে পারবে। তাই আইনগতভাবেই তাদেরকে শপথ দেওয়া হয়েছে। কিন্তু তারা তাদের দায়িত্বভার গ্রহণ করবে ২৪ জানুয়ারি হতে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ২৪ জানুয়ারির পর নতুন সংসদ অধিবেশন বসার জন্য রাষ্ট্রপতি নোটিশ দিবে। রাষ্ট্রপতির নোটিশেরভিত্তিতে পরবর্তী সংসদ অধিবেশন বসবে।

‘মন্ত্রীরা আইন প্রণয়ন করতে পারেন না। আইন প্রণয়নের ক্ষমতা এমপিদের ওপর। যেহেতু এখন সংসদ নেই, তাই সংসদদের আইন প্রণয়নের ক্ষমতাও নেই বলে তিনি মন্তব্য করেন।

সরকারের মেয়াদ সম্পর্কে তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশন থেকেই সরকারের পাঁচ বছর মেয়াদ নির্ধারণ করা হবে।

তাই কোনোভাবেই আগামী ২৪ জানুয়ারির পূর্বে সংসদ বসবে না বলে তিনি সাংবিধানিক নিশ্চয়তা ব্যক্ত করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/আরকে/জানুয়ারি, ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর