thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

চাঁদপুরে বুধবারও হরতাল

২০১৩ অক্টোবর ২৯ ১২:৫৬:৫২
চাঁদপুরে বুধবারও হরতাল

চাঁদপুর সংবাদদাতা : শহরের পুরানবাজারে মঙ্গলবার নিহত কিশোরকে নিজেদের কর্মী দাবি করে বুধবার সন্ধ্যা ৬টা পর‌্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রদল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল জানান, আরজুকে (১৪) হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, কিশোর আরজু নিহতের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এক বিবৃতিতে বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতালে চাঁদপুরসহ সারাদেশে চোরাগোপ্তা হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, এসব ঘটনা শুধু অনাকাঙ্খিতই নয় অনভিপ্রেতও।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত বছর ২৯ জানুয়ারি চাঁদপুরে বিএনপির দুইটি বিবাদমান গ্রুপ সমাবেশের নামে সংঘাতে জড়িয়ে পড়ে। সেসময় পুলিশও আক্রান্ত হয়। দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তখন বলা হয়েছিল, পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন। অথচ পরবর্তীতে ময়নাতদন্ত ও পুলিশ রিপোর্টে দেখা যায়, তাদের শরীরে ছোট অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ড এখনও বিচারাধীন। অর্থাৎ নিজ দলের মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটার দুরভিসন্ধি থেকেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

শহরের পুরানবাজারে মঙ্গলবার হরতাল চলাকালে ব্যাপক ভাংচুর ও তাণ্ডব চালায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। পিরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় আরজু ইটের আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মকবুল হোসেন মামলা দায়ের করেছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর