thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

আঙুলের নির্দেশনায় কাজ করবে টেলিভিশন!

২০১৪ জানুয়ারি ০৯ ১৯:০৪:১৮
আঙুলের নির্দেশনায় কাজ করবে টেলিভিশন!

দ্য রিপোর্ট ডেস্ক : আপনার আঙুলের নির্দেশনা অনুযায়ী কাজ করবে টেলিভিশন। রিমোট কন্ট্রোলের আর প্রয়োজন হবে না। আঙুলের নির্দেশনা অনুযায়ী টেলিভিশনের শব্দ বন্ধ, চ্যানেল পরিবর্তনসহ যাবতীয় কাজ করা যাবে। ইসরায়েলভিত্তিক একটি সফটওয়্যার কোম্পানি এ তথ্য জানায়। খবর : এনডিটিভির।

কোম্পানিটি জানায়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দূরত্ব থেকে আঙুলের নির্দেশনা অনুযায়ী টেলিভিশনের সব কাজ নিয়ন্ত্রণ করা যাবে। ‘পয়েন্টসুইচ’ নামক সফটওয়্যার দিয়ে ওয়েবক্যামসহ টেলিভিশনের সব কাজ নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়াও ‘পয়েন্টসুইচ’ সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীরা লাইট অফ-অন, বন্ধ এয়ার কন্ডিশনার চালু করতে পারবেন। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে তাপস্থাপক নেভিগেশন দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করা যাবে। এ ছাড়া আরও জটিল কাজ নিয়ন্ত্রণ করা যাবে।

আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তিভিত্তিক কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)- তে এ তথ্য উপস্থান করে ইসরায়েলভিত্তিক ওই কোম্পানি।

(দ্য রিপোর্ট/এমএইচও/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ফিচার এর সর্বশেষ খবর

ফিচার - এর সব খবর