thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘হিন্দুরাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন’

২০১৪ জানুয়ারি ০৯ ২০:৪৩:১০
‘হিন্দুরাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘হিন্দুরাই সব সময়ই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়’ বলে দাবি করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ফ্রন্টের পক্ষ থেকে ওই সব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। পাশাপাশি হিন্দুদের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী দ্য রিপোর্টকে মুঠোফোনে বলেন, ‘আমাদের দেশে হিন্দুরা সব সময়ই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। কোনো সরকারই সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের সঠিক বিচার করেনি। আমরা ইতোপূর্বে বিভিন্ন হামলার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানালেও তা আমলে নেয়নি সরকার। অনেক ক্ষেত্রে অপরাধীরা চিহ্নিত হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।’

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর জঘন্য হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্মম নির্যাতনের ঘটনা ঘটছে। চরম নিরাপত্তাহীনতায় অসহায়ভাবে দিন কাটাচ্ছেন হাজার হাজার শিশু, নারী ও পুরুষ।

যশোর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, সাতক্ষীরাসহ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর বর্বর নির্যাতন চলছে দাবি করে সংগঠনের পক্ষ থেকে অপরাধী যেই হোক না কেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

(দ্য রিপোর্ট/এইচবিএস/আরকে/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর