thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা চালুর আহ্বান

২০১৪ জানুয়ারি ১০ ১২:৫৯:২৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : হিন্দু সম্প্রদায়কে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে রক্ষার জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, আজ পর্যন্ত কোনো সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবন রক্ষার জন্য চেষ্টা করেনি। বরং তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েল করার ইস্যু হিসেবে ব্যবহার করেছে।

তারা আরও বলেন, হিন্দুদের নিয়ে এ রাজনীতি বন্ধ করুন। পাশাপাশি তাদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যুগ্ম মহাসচিব অধ্যাপক আনন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস প্রমুখ।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে একই দাবিতে প্রেস ক্লাবের সামনে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/এমএম/এমডি/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর