thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

লক্ষীপুরে পত্রিকাবাহী গাড়িতে হামলা

২০১৩ অক্টোবর ২৯ ১৭:১৯:১৯
লক্ষীপুরে পত্রিকাবাহী গাড়িতে হামলা

লক্ষীপুর সংবাদদাতা : ১৮ জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের ৩য় দিনে পত্রিকাবাহী গাড়ি পিকেটারদের হামলার সম্মুখীন হয়েছে। এদিকে জেলা সদর ও রায়পুর উপজেলায় তিন দিন পত্রিকা পৌছেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হরতালে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করায় সংবাদপত্রবাহী গাড়ি এলাকায় আসতে পারেনি।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো চ-১৫-৭০০৪) গত তিনদিন লক্ষীপুর আসার পথে মহাসড়কের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের বাধায় পড়ে। মঙ্গলবারও মাইক্রোবাসটি বাধার মুখে পড়ে। এ সময় পিকেটাররা গাড়িটি ভাঙচুর করার চেষ্টা করে এবং কিছু পত্রিকা লুট করে তাতে আগুন দেয়।

রবি ও সোমবারও হরতাল সমর্থকরা একইস্থানে সড়ক অবরোধ করে।

রায়পুরের সংবাদপত্র এজেন্ট আবু তাহের এ প্রসঙ্গে বলেন, হরতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পত্রিকা ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ফলে দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে পাঠকরা পত্রিকা পড়া থেকে বঞ্চিত হয়েছেন। আমরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি ।

তিনি জানান, তিনদিন পত্রিকা না আসায় তার প্রায় ৬০ হাজার টাকা লোকসান হয়েছে। সংবাদপত্রের গাড়ি চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে তিনি দাবি জানিয়েছেন।

(দিরিপোর্ট২৪/এমআরএস/এইচএস/এমডি/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর