thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

শেষ বিকেলে খেলল বৃষ্টি

২০১৪ জানুয়ারি ১১ ১৯:৩৯:০৭
শেষ বিকেলে খেলল বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষ বিকেলে খেলেছে বৃষ্টি। প্রকৃতির বাধায় শেষ দিকে ব্যাট করতে পারেনি পাকিস্তান। দিন শেষে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৩০ রান। রবিবার নির্ধারিত সময়েই শুরু হবে পঞ্চম ও শেষ দিনের খেলা।

আগের দিন হাফসেঞ্চুরি করা পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক; চতুর্থ দিনে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। হেরাথের বলে সরাসরি বোল্ড হয়েছেন মিসবাহ (৯৭)।

লাকমালের বলে আউট হওয়ার আগে ৭৭ রান করেছেন মিসবাহর জুটি সঙ্গী ইউনিস খান। আসাদ শফিক ২৩ ও বিলওয়াল ভাট্টি ৩২ রানে আউট হলেও রানের গতি সচল রয়েছে পাকিস্তানের। ৭০ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ আহমেদ। আর ৭ রান নিয়ে ব্যাট করছেন সাঈদ আজমল।

তবে দিনের নির্ধারিত ১৫ ওভারের খেলা হয়নি। বৃষ্টির জন্য মাঠে গড়ায়নি বল। এ মুহূর্তে ১০৭ রানে এগিয়ে রয়েছে পাকিস্তান। পঞ্চম ও শেষ দিনে আবারও মাঠে নামবে দলটি।

(দ্য রিপোর্ট/সিজি/ এনআই/জানুয়ারি ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর