thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ৩

২০১৩ অক্টোবর ২৯ ১৭:৩০:২৯
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ৩

ঠাকুরগাঁও সংবাদদাতা : জেলায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারীসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন শ্রমিক। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের কাজিপাড়া এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার ফয়সল মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঠাকুরগাঁও রোডের বাসিন্দা সমেশ চন্দ্র (৩০), কপিলা (৪৫) ও পশিরুল ইসলাম (৫০)।

নিহতদের সহকর্মীরা জানান, ওই এলাকায় আলাউদ্দীনের হাসকিং মিলে ধান সিদ্ধ করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এটি প্রায় একশ মিটার পশ্চিমে অবস্থিত আব্দুল মতিনের মিলে গিয়ে পড়ে এবং সেটিও বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে তিনজনের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এছাড়াও আহত হন অপর তিন শ্রমিক।

হরতালে দায়িত্বরত পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

মিল মালিক আলাউদ্দীন বলেন, শ্রমিকদের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। হয়তো বাষ্প নির্গমণ নলটি তারা খুলে দেয়নি।

হাসপাতালের চিকিৎসক আব্দুল জব্বার বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৬৫ শতাংশঝলসে গেছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর