thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

প্রেসিডেন্ট হতে চান সেনাপ্রধান সিসি

২০১৪ জানুয়ারি ১২ ০২:৪৮:১১
প্রেসিডেন্ট হতে চান সেনাপ্রধান সিসি

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের সেনা অভূত্থ্যানের নায়ক সেনাপ্রধান ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, যদি জনগণ চায় এবং সামরিক বাহিনী সমর্থন দেয় তবে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করবেন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া স্বাক্ষাৎকারে এ কথা জানান সিসি। খবর বিবিসির।

রাষ্ট্রচালিত সংবাদপত্র আল আহরামকে তিনি বলেন, ‘যদি আমি প্রেসিডেন্ট প্রার্থী হই তবে এর জন্য অবশ্যই জনগণের চাহিদা ও সেনাবাহিনীর সমর্থণ থাকতে হবে।’

দেশটির এক কর্মকর্তা জানান, জেনারেল সিসি মনে করেন যদি জনগণ তাকে চায় তবে তিনি সড়ে থাকতে পারবেন না।

তবে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে, সিসি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

প্রসঙ্গত জেনারেল সিসি গত বছর মুরসিকে ক্ষমতাচ্যূত করেন। বর্তমানে তার ছত্রছায়ায় দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/জানুয়ারি ১২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর