আইডিআরএর গোড়ায় গলদ
বীমা খাতের শৃঙ্খলা অধরাই থেকে গেল

আমিরুল ইসলাম নয়ন, দ্য রিপোর্ট : বীমা খাতে দীর্ঘদিনের বিশৃঙ্খলা নিরসনে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হলেও তা আশানুরূপ ফল বয়ে আনতে পারেনি। মূলত নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মধ্যে শৃঙ্খলার অভাব ও চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা এ খাতের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের মূল্যবান সময় কেটেছে পারস্পরিক দ্বন্দ্বে। এরই মধ্যে আগামী এপ্রিলে সব সদস্য ও চেয়ারম্যানের মেয়াদ শেষ হচ্ছে। ফলে বীমা খাতের কাঙ্ক্ষিত শৃঙ্খলা এখনও অধরাই থেকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২৫ জানুয়ারি চেয়ারম্যান এম শেফাক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আর ৩০ জানুয়ারি শেষ হচ্ছে সদস্য নব গোপাল বণিকের মেয়াদ। কিন্তু দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও আইডিআরএর অফিসই সাজানো হয়নি এখনও। দেওয়া হয়নি জনবল নিয়োগ। অস্থায়ী লোকবল দিয়েই সাধারণ ও জীবন বীমা খাতের ৭৩টি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ জন্য আইডিআরএতে একজন চেয়ারম্যান, চারজন সদস্য ও অস্থায়ী ৩৯ জন কর্মকর্তা রয়েছেন।
তিন বছরেও চূড়ান্ত হয়নি জনবল কাঠামো
বীমা শিল্পের শৃঙ্খলা ফেরানো ও পুরনো বীমা আইনকে যুগোপযোগী করার লক্ষ্যে ২০১০ সালের মার্চ মাসে নতুন বীমা আইন প্রণয়ন করা হয়। এর আলোকে ২০১১ সালের জানুয়ারিতে গঠিত হয় আইডিআরএ। শুরু থেকেই সংস্থাটিতে তীব্র জনবল সঙ্কট রয়েছে। ওই সময় স্বাভাবিক কাজ চালিয়ে নিতে কয়েক দফায় অফিসার, জুনিয়র অফিসার ও এমএলএসএস পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তাদের চাকরি স্থায়ী করা না করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় গত দুই বছরে ১৬ জন অফিসার ও জুনিয়র অফিসার চাকরি ছেড়ে চলে যান। বর্তমানে সংস্থাটিতে চেয়ারম্যান, সদস্য ও এমএলএসএস মিলিয়ে মাত্র ৫৫ জন রয়েছেন। এর মধ্যে কর্মকর্তার সংখ্যা ৩৮ জন।
আইডিআরএ সূত্র জানিয়েছে, দেশে ব্যবসারত বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণের জন্য, দুই থেকে আড়াইশ’ কর্মকর্তা প্রয়োজন। সঙ্কট দূর করতে ১৭৯ কর্মকর্তা-কর্মচারির তালিকা ও সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) চূড়ান্ত করে ২০১১ সালে অর্থ মন্ত্রণালয়ে পাঠায় আইডিআরএ। পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায়। গত বছরের ২৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় ৯৪ জন লোকবল সংবলিত অর্গানোগ্রাম অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। এরপর অর্থ মন্ত্রণালয় তা চূড়ান্ত করতে আইডিআরএর কাছে পাঠায়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা অনুমোদন করেনি আইডিআরএ।
আইডিআরএ সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট বিভাগকে না জানিয়েই চেয়ারম্যান এম শেফাক আহমেদ অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি ১৭৯ জনের কথা জানান। এর ফলে চেয়ারম্যানের সঙ্গে সদস্যদের দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে উঠে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইডিআরএর এক সদস্য বলেন, চেয়ারম্যান আমাদের না জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত জনবল কাঠামো দিয়ে বীমা খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা যেত।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রথমাবস্থায় মাত্র ৬৫ জন জনবল নিয়োগ দিয়েছিল।
জানা গেছে, দীর্ঘদিন অপেক্ষার পর অর্গানোগ্রাম পাস হওয়ায় সবার মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছিল কিন্তু চেয়ারম্যানের আপত্তির কারণে তা ভূলুণ্ঠিত হতে চলেছে। এখন সহসা অর্গানোগ্রাম পাস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
অভিযোগ রয়েছে, এম শেফাক আহমেদ অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে সংস্থার অনেক সিদ্ধান্তই এককভাবে নিয়ে আসছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি আইডিআরএর সদস্য বা বিভিন্ন উপ-কমিটির মতামতকে তেমন প্রাধান্য দেন না।
চেয়ারম্যানের মাথার ওপর মামলার পাহাড়
মামলার পাহাড় নিয়ে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম শেফাক আহমেদ। তার বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ইতোমধ্যে তিনি দণ্ডিত হয়েছেন। এ ছাড়া আরও মামলার আশঙ্কায় রয়েছেন তিনি। এ প্রেক্ষাপটে চুক্তির মেয়াদ আরেক দফা বাড়ানোর জন্য তিনি জোর তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।
ইতোমধ্যে এম শেফাক আহমেদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট হয়েছে। তার নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ ২৫ নভেম্বর এ রুল জারি করেন।
অন্য একটি রিটের (১১২০৬/২০১২) শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর বেঞ্চ শেফাক আহমেদকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে অযোগ্য ও চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে শেফাক আহমেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন।
জানা গেছে, ব্যক্তিগতভাবে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের বিরুদ্ধে এ যাবত ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া স্ত্রী নির্যাতনের অভিযোগে তার স্ত্রী শামীমা ইকবাল ২০০৯ সালে পারিবারিক আদালতে পারিবারিক মোকদ্দমা নং-১২৮৪/২০০৯ দায়ের করেন। বিচারক কানিজ ফাতিমা এ মামলার রায় দেন। রায়ে ২৫ লাখ ৪০ হাজার টাকা বাদীকে পরিশোধের জন্য শেফাক আহমেদকে আদেশ দেয়া হয়। কিন্তু শেফাক আহমেদ আদালতের আদেশ অনুসারে টাকা পরিশোধ না করায় বাদী শামীমা ইকবাল ২০১২ সালের ৬ ফেরুয়ারি পারিবারিক ডিক্রিজারি মোকদ্দমা নং ০৫/২০১২ দাখিল করেন। সে পরিপ্রেক্ষিতে আদালত গত বছরের ২৫ মার্চ শেফাক আহমেদকে টাকা পরিশোধের জন্য আদেশ দেন এবং ৩ মাসের কারাদণ্ডসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে শেফাক আহমেদকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সে পরিপ্রেক্ষিতে শেফাক আহমেদ উচ্চ আদালতে সিভিল রিভিশন দায়ের করলে আদালত তিন মাসের জন্য রায় ও ডিক্রি স্থগিত করেন এবং অর্থদণ্ডের ৫০ শতাংশ টাকা তিন মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেন।
অন্যদিকে, ঢাকার পঞ্চম অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক কামরুল হাসান ৮ সেপ্টেম্বর শেফাক আহমেদকে উচ্চ আদালতের পরবর্তী আদেশ দাখিলের নির্দেশ দেন। উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে শেফাক আহমেদ দুই কিস্তিতে সর্বমোট ৬ লাখ ৩৫ হাজার ৩৫০ টাকা আদালতে জমা দেন।
এ ছাড়া আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে আরও ১৫টি মামলা করেছেন বীমা সংশ্লিষ্টরা। এর মধ্যে ৪০৪/৪২০/৫০৬ ধারা অনুসারে চট্টগ্রামে ২০১২ সালের ১১ মার্চ বায়জিদ বোস্তামী থানায় মামলা হয়, যার নম্বর ১৪১/১২। বরিশালে ৪০৬/৪২০ ধারায় মুলাদী থানায় মামলা হয়, যার নম্বর ২৮/২০১২। ৪২০/৪০৬ ধারায় ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা হয়, যার নম্বর ১১১/২০১২। এ ছাড়াও গুলশান থানায় ২০১২ সালের ১২ মার্চ শেফাক আহমেদের বিরুদ্ধে মামলা, যার নম্বর ৪১৫; নওগাঁর পত্নীতলায় মামলা, যার নম্বর ৮; ভোলায় একটি মামলা, যার নম্বর ১০, জিআর কেস নং ৬৭/২০১২; খুলনায় একটি মামলা হয়, যার নম্বর ১০৫/১২; মতিঝিল থানায় একটি মামলা হয়, যার নম্বর ৫৭৫/১২। এ ছাড়া ঝালকাঠি পুলিশ স্টেশনে মামলা নম্বর ১২, বগুড়ার শাহজাহানপুরে মামলা নম্বর ৯, বরিশাল সদর থানায় মামলা নম্বর ১৩৫/১২, পটুয়াখালীতে দুটি- পুলিশ স্টেশন কেস নম্বর ১৬ ও ১৯ এবং ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা নম্বর ১৫৩/১২। এর মধ্যে গুলশান থানায় এম শেফাক আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
এ বিষয়ে এম শেফাক আহমেদের সঙ্গে যোগাযোগ করে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অবৈধভাবে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ
বিধিবদ্ধ সংস্থা ও রাষ্ট্রীয়কৃত প্রতিষ্ঠানে পেশাজীবী কিংবা বিশেষজ্ঞ নন এমন ব্যক্তিকে পরামর্শক বা উপদেষ্টা নিয়োগ দেওয়া অবৈধ। কিন্তু এম শেফাক আহমেদ অবৈধভাবে একেএম ইফতেখার আহমদকে আইডিআরএর সিনিয়র কনসালট্যান্ট পদে মাসিক ১ লাখ টাকা বেতনে নিয়োগ দেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০ অনুসারে পরামর্শক নিয়োগের বিধান থাকলেও ‘সিনিয়র কনসালট্যান্ট’ নিয়োগের বিধান নেই। কর্তৃপক্ষের প্রস্তাবিত পরামর্শক বা উপদেষ্টা নিয়োগ প্রবিধানমালা-২০১৩ অনুসারে পরামর্শক বা উপদেষ্টার বয়সসীমা ৬৭ বছর রাখা হয়েছে। কিন্তু একেএম ইফতেখার আহমদের বয়স ৬৭ বছর পার হয়ে গেছে। এ ছাড়া একেএম ইফতেখার আহমদের নিয়োগের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ছিল।
আইডিআরএ সূত্রে জানা গেছে, এক বছর আগে নির্বাহী পরিচালক ও পরিচালক পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি অর্থ মন্ত্রণালয়ের নজরে আসে। পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আইডিআরএকে অর্গানোগ্রাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিয়োগ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ সিনিয়র কনসালট্যান্ট নিয়োগের বৈধতার বিষয়ে এক সদস্য দৃষ্টি আকর্ষণ করলেও চেয়ারম্যান তাতে সাড়া দেননি।
উপরন্তু বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়মিত কর্মকর্তা না হয়েও ইফতেখার আহমদকে সেন্ট্রাল রেটিং কমিটির (সিআরসি) সাচিবিক দায়িত্ব দেওয়া হয়েছে। এতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়সহ সরকারি বিভিন্ন মহলে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। তার নিয়োগ নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ৫ জুন অনুষ্ঠিত সভায় আইডিআরএর চেয়ারম্যান পরামর্শক নিয়োগের ইচ্ছা পোষণ করেন। যাকে সিআরসি সচিবালয়ের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করা হবে। এরপর ১ জুলাই ৫৯তম সভায় একেএম ইফতেখার আহমদকে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।
এখানে উল্লেখ্য, সিআরসি গঠনের সময় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকায় সিআরসির উপ-সচিব রাজিয়া বেগমকে সাময়িকভাবে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে একেএম ইফতেখার আহমদ বলেন, কর্মকর্তা নিয়োগ দেওয়া যাবে। সেটি সিনিয়র কনসালট্যান্ট বা কনসালট্যান্ট হতে পারে। বয়সসীমা সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য।
অনিয়মের অভিযোগে আইডিআরএ চেয়ারম্যানকে শোকজ
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদকে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ৩১ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার সিনিয়র সহকারী সচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। এতে অতি জরুরিভিত্তিতে আনীত অভিযোগগুলোর বিষয়ে মন্ত্রণালয়কে ব্যাখ্যা দেওয়ার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি এ প্রতিবেদকের কাছে রয়েছে।
সূত্র জানায়, এম শেফাক আহমেদের বিরুদ্ধে আইডিআরএর সদস্য মো. ফজলুল করিম ১৯ ডিসেম্বর অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগ দাখিল করলে মন্ত্রণালয় থেকে এ চিঠি ইস্যু করা হয়। চিঠিতে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের মধ্যে রয়েছে- কর্তৃপক্ষের ব্যয় নির্বাহের পর উদ্ধৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়া, সভার কার্যবিবরণী সদস্যদের সম্মতি ছাড়া পরিবর্তন করে ভিত্তিহীন তথ্য সংযোজন-বিয়োজন করা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন-২০১০ এর ১৩ নম্বর ধারা অনুযায়ী প্রতিমাসে কমপক্ষে একবার সভায় মিলিত হওয়ার বাধ্যবাধকতা আমলে না নেওয়া।
এ ছাড়া ইতঃপূর্বে আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বীমা কোম্পানির এমডি নিয়োগ, একাধিক গাড়ি ব্যবহার, বীমা কোম্পানির প্রধান মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণসংক্রান্ত প্রবিধানে এমডির শিক্ষাগত যোগ্যতার বিষয়টি কাউকে না জানিয়ে গোপনে পরিবর্তন করা।
এ ব্যাপারে আইডিআরএ চেয়ারম্যানের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলেও তিনি দেখা করেননি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে আইডিআরএ সদস্য মো. ফজলুল করিম মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন।
বীমা কোম্পানির এমডি নিয়োগে জটিলতা
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে জটিলতায় পড়েছে বীমা কোম্পানিগুলো। আর এক্ষেত্রে আইডিআরএর গড়িমসি রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বীমা কোম্পানির নিয়োগ ও অপসারণসংক্রান্ত প্রবিধানের চূড়ান্ত খসড়ায় এমডি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে দুই বছর মেয়াদী স্নাতক বা তার সমমান। আর বিষয়টি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ), আইডিআরএ এবং বীমা শিল্প সংশ্লিষ্টরা।
কিন্তু ৩ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণসংক্রান্ত প্রবিধানমালায় তা বদলে যায়। প্রকাশিত গেজেটে বলা হয়, বীমা কোম্পানির এমডি হতে হলে তাকে কমপক্ষে ৩ বছরের স্নাতক ও ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছরের স্নাতকসহ (সম্মান) বীমা খাতে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমন শর্তযুক্ত হওয়ার পর তা পরিবর্তনের দাবি তোলেন বীমা শিল্পের মালিকদের সংগঠন বিআইএ। এরই মধ্যে ১১ মাস পার হলেও তা সংশোধন না হওয়ায় এমডি নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সমস্যায় পড়েছে বীমা কোম্পানিগুলো।
এ বিষয়ে আইডিআরএ সদস্য মো. ফজলুল করিম বলেন, আগেও এমডিদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার সমমান করে প্রবিধান চূড়ান্ত করা হয়েছিল। পরে চেয়ারম্যানের দফতরে গিয়ে তা বদল হয়ে প্রবিধানটির গেজেট প্রকাশিত হয়। প্রকাশিত গেজেটে এমডির শিক্ষাগত যোগ্যতা নিয়ে জটিলতা দেখা দিলেও পুনরায় এটি সংশোধন করে চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। কিন্তু চেয়ারম্যানের দফতর থেকে সেটা পাঠানো হচ্ছে না। ফলে বীমা কোম্পানিগুলোতে এমডি নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এসবি/শাহ/সা/জানুয়ারি ১৩, ২০১৪)
পাঠকের মতামত:

- দাপুটে জয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে যুবারা
- গাজায় প্রবেশের পরই লুট হচ্ছে ত্রাণের ট্রাক
- বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
- সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি
- সমালোচকদের হতাশ করে যোগ্যতার প্রমাণ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা’
- এ শুল্কহারে চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব: বিজিএমইএ সভাপতি
- গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা অপু গ্রেপ্তার
- জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন
- ‘ষড়যন্ত্রমূলক’ বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি
- মুদ্রানীতি ঘোষণা আজ, অপরিবর্তিত নীতিতে নজর শুধু মূল্যস্ফীতি
- সাত জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
- পুঁজিবাজারে সালমান আজীবন নিষিদ্ধ-১০০ কোটি টাকা জরিমানা
- একমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে: আখতার হোসেন
- হার্টে ব্লক: বিদেশে সার্জারির সিদ্ধান্ত নাকচ করলেন জামায়াত আমির
- হাসিনার দেশত্যাগের এক বছর পরও মানবাধিকার সংকট প্রকট
- গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
- ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’ – স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ
- আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী, জবানবন্দিতে সাবেক আইজিপি
- প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
- সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট
- ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর
- বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা
- নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের ভিন্নমত
- বিচার সংস্কার নির্বাচন সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে: জামায়াত আমির
- ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের প্রমাণ মেলেনি
- অভ্যুত্থানের শক্তি সক্রিয় থাকা পর্যন্ত মুজিববাদীরা দাঁড়াতে পারবে না: নাহিদ
- জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি এনসিপি-জামায়াতে ইসলামীর
- টেকসই উন্নয়নের শর্ত-স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান: আমীর খসরু
- জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক: সালাহউদ্দিন
- দেশে গভীর পরিবর্তন না হলে স্বৈরাচার গিয়ে স্বৈরাচার আসবে: প্রধান উপদেষ্টা
- সেপ্টেম্বরে শুরু এশিয়া কাপ, এক গ্রুপেই ভারত-পাকিস্তান
- পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৩৭ হাজার ৭৩ কোটি টাকা
- হচ্ছে না সাময়িক যুদ্ধবিরতি, হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
- কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু উন্নয়ন পায়নি : নাহিদ ইসলাম
- রোববার খুলছে না মাইলস্টোন, কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত সোমবার
- পুরনো পদ্ধতিতে আর নির্বাচন চলবে না: মজিবুর রহমান
- নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
- গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫
- "কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা"
- যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি, তখনই ষড়যন্ত্র আসছে: প্রধান উপদেষ্টা
- প্রফেসর ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত
- সারা বছর মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান ইসি কর্মকর্তারা
- ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৯ হাজার ৫০০ ছাড়ালো
- দাম কমলো স্বর্ণের
- দু-চারটা হলেও শীর্ষ অপরাধীর বিচার দেখতে চাই: জামায়াত আমির
- বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া
- কাউকে গ্রেপ্তার করতে হলে আইডি কার্ড দেখাতে হবে: আইন উপদেষ্টা
- বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায়
- হাসিনার গুলি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার ‘বিস্ফোরক’ প্রতিবেদন
- টানা ৮ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের উত্থান
- বাংলাদেশকে ধসিয়ে ধবলধোলাই এড়াল পাকিস্তান
- ভারত ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন
- নতুন বাংলাদেশ গড়ার লড়াই শেষ হয়নি: নাহিদ
- জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আমাদের স্বার্থে হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
- মানুষের মধ্যে ভয়-আতঙ্ক তৈরি করেছে মব কালচার: রুহুল কবির রিজভী
- হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে
- দগ্ধদের জন্য রক্ত ও স্কিনের প্রয়োজন নেই : বার্নের ভারপ্রাপ্ত পরিচালক
- ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা তৈরির নির্দেশ
- নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
- পাকিস্তানকে উড়িয়ে র্যাঙ্কিংয়ে জোড়া সুখবর পেল বাংলাদেশ
- ইসলামী ব্যাংকের ক্যাশ ওয়াক্ফ অ্যাকাউন্ট: মানবতার সেবায় স্থায়ী দান
- ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: ইসরাইলি সেনাপ্রধান
- দুদকের পক্ষে এতো দুর্নীতির শাস্তি নিশ্চিত করা সম্ভব না : বিচারক
- মাইলস্টোন দুর্ঘটনায় তদন্তের দাবি জামায়াতের নায়েবে আমিরের
- নিহতের সংখ্যা কম দেখানোর কোনো কারণ নেই: প্রেস সচিব
- ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা: মির্জা ফখরুল
- শক্তিশালী পাসপোর্টের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- সিঙ্গাপুরের প্রতিনিধিদল বার্ন ইনস্টিটিউটে
- নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫
- কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু উন্নয়ন পায়নি : নাহিদ ইসলাম
- হচ্ছে না সাময়িক যুদ্ধবিরতি, হামাসকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
- রোববার খুলছে না মাইলস্টোন, কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত সোমবার
- দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
- জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক: সালাহউদ্দিন
- পুরনো পদ্ধতিতে আর নির্বাচন চলবে না: মজিবুর রহমান
- সেপ্টেম্বরে শুরু এশিয়া কাপ, এক গ্রুপেই ভারত-পাকিস্তান
- পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৩৭ হাজার ৭৩ কোটি টাকা
- বিচার সংস্কার নির্বাচন সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে: জামায়াত আমির
- টেকসই উন্নয়নের শর্ত-স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান: আমীর খসরু
- নেতানিয়াহুর দাবি গাজায় কেউ না খেয়ে নেই, ট্রাম্পের ভিন্নমত
- জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি এনসিপি-জামায়াতে ইসলামীর
- যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছি, তখনই ষড়যন্ত্র আসছে: প্রধান উপদেষ্টা
- অভ্যুত্থানের শক্তি সক্রিয় থাকা পর্যন্ত মুজিববাদীরা দাঁড়াতে পারবে না: নাহিদ
- সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
- ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শুরু
- গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
- ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর
- ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের প্রমাণ মেলেনি
- বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা
- গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট
- দেশে গভীর পরিবর্তন না হলে স্বৈরাচার গিয়ে স্বৈরাচার আসবে: প্রধান উপদেষ্টা
বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর
বিশেষ সংবাদ - এর সব খবর
