thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

২০১৩ অক্টোবর ৩০ ০৯:৩১:১১
মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের ট্রাক মালিক ফকির মোহাম্মদের ওপর হামলার প্রতিবাদে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। ফলে রাত থেকেই আন্তঃজেলা ও দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। টানা তিন দিন হরতালের পরে এ ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা।

জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ফকির মহাম্মদ গাংনী শহর থেকে তার নিজ গ্রাম গাড়াডোবের উদ্দেশে রওনা দেয়। হাসপাতালের সামনে পৌঁছালে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর কিছু লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় প্লাস দিয়ে তার হাতের নখ উপড়ে ফেলে বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হামলায় জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে বলে জানিয়েছেন গোলাম রসুল।

উল্লেখ্য, সোমবার বিকালে ফকির মোহাম্মদের একটি ট্রাক গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে সবজি বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর কয়েকজন সমর্থক ট্রাকচালক ও হেলপারকে মারধর করে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ক্ষিপ্ত হয় আহম্মেদ আলী ও তার লোকজন।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর