thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

জলঢাকায় আধাবেলা হরতাল চলছে

২০১৩ অক্টোবর ৩০ ১০:১০:৩৭
জলঢাকায় আধাবেলা হরতাল চলছে

নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর জলঢাকা উপজেলায় বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জামায়াতের ডাকে আধাবেলা হরতাল চলছে। হরতালে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। সাইকেল-রিকশা ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না।

এদিকে, হরতালের আগের রাতে শহরের বিভিন্ন স্থানে ৮ থেকে ১০ ককটেল বিস্ফোরিত হওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার পুলিশের গুলিতে জামায়াত কর্মী মোসলেম উদ্দীন নিহত হওয়ার প্রতিবাদে হরতালসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা দেন উপজেলা জামায়াতের আমির আবদুল গনি। বৃহস্পতিবার বিক্ষোভ ও শুক্রবার দোয়া দিবস পালন করবে দলটি।

শুক্রবার বিকালে জামায়াত একটি বিক্ষোভ মিছিল বের করলে জলঢাকা উপজেলার পেট্রল পাম্প এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে পুলিশগুলি চালায়। এতে জামায়াত-শিবিরের নয়জন গুলিবিদ্ধসহ শতাধিক আহত হয়। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জামায়াত কর্মী মোসলেম উদ্দীন।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর