thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মোবাইলে মিলবে ডিএমপির সাড়া

২০১৪ জানুয়ারি ১৪ ১৪:১৭:২৬
মোবাইলে মিলবে ডিএমপির সাড়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এখন থেকে মোবাইল ফোনে সাড়া দেবে। রাজধানীবাসী মোবাইলের এনড্রোয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো থানার ওসি ও কর্তব্যরত ডিউটি অফিসারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। জানাতে পারবেন তাদের সমস্যা। মঙ্গলবার দুপুর ১২টায় মোবাইলের এই অ্যাপ্লিকেশনটি উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমদ।

বেনজির আহমদ বলেন, ঢাকা মহানগর পুলিশের সেবা দ্রুত পৌঁছে দিতে ডিএমপি এই উদ্যোগ গ্রহণ করেছে। রাজধানীর উত্তরা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করার পর আজ থেকে ঢাকার সকল এলাকায় তা ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এর মাধ্যমে যে কোনো ব্যক্তি ডিএমপির ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে পারবে। ডিএমপির ফেসবুক ছাড়াও ডিএমপি নিউজ পোর্টাল দেখতে পারবে। সমস্যায় পড়লে তার নিকটস্থ থানার নাম জানতে পারবে। এ ছাড়াও নারীদের জন্য রয়েছে বিশেষ সেবা।

তিনি আরও বলেন, আপাতত অ্যাপ্লিকেশনটি অ্যানড্রোয়েড ফোনে পাওয়া যাবে। পর্যায়ক্রমে আইফোন ও উইন্ডোজ ফোনের জন্য চালু করা হবে।

উদ্বোধনের সময় ডিএমপির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেজেএন/এফএস/এইচএসএম/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর